পবিত্র রমজান মাস বৃহস্পতি (২৩ মার্চ) নাকি শুক্রবার (২৪ মার্চ) শুরু হবে তা বুধবার সন্ধ্যায় জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় বুধবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সভায় বসবে কমিটি। পরে জানানো হবে রমজান শুরুর নির্দিষ্ট তারিখ।
মঙ্গলবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।
বুধবার সন্ধ্যায় হিজরি ১৪৪৪ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সে ক্ষেত্রে বুধবার রাতেই তারাবি ও সাহরি শুরু হবে। আর ওই দিন চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার (২৪ মার্চ)। এ ক্ষেত্রে বৃহস্পতিবার রাতে তারাবি ও সাহরি শুরু হবে।