Wednesday , 27 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তিনটি সমঝোতা স্মারক সই হবে সৌদির সঙ্গে
--সংগৃহীত ছবি

তিনটি সমঝোতা স্মারক সই হবে সৌদির সঙ্গে

অনলাইন ডেস্ক:

বিজনেস সামিট থেকে সৌদির সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবি।

তিনি জানান, তিনটি বিষয়ে চুক্তি হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে, রংপুর চিনিকলের জায়গাটিকে বিশেষ অর্থনৈতিক জোনে রূপান্তর করে সেখানে গ্যাসলাইন সংযোগে বিনিয়োগ করবে সৌদি এবং আরবি ভাষা শিখিয়ে দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হবে।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে কোথায় কোথায় বিনিয়োগ করা যায়। আমাদের যে মার্কেট আছে সেটি এট্রাক্ট করতে পারলে তারা বিনিয়োগ করবে। বিদ্যুৎ সেক্টরে একটি ভালো খবর- সৌদি সেখানে বিনিয়োগ করবে।

তিনি আরো বলেন, আশা করি আমরা একসঙ্গে আমাদের দুই দেশের বাণিজ্য এগিয়ে নিতে পারব। আমরা খুব আশাবাদী আমরা এবং সৌদি আরব একসঙ্গে অনেক দূর যেতে পারব। এ ছাড়া তারা কৃষি খাত ও জনশক্তির বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply