খোলাবাজারে পণ্য বিক্রি বা ওএমএস এখন থেকে কার্ডের মাধ্যমে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সোমবার মন্ত্রীসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ওএমএস ব্যবস্থাপনায় ঘাটতি দেখা দিয়েছে। বিষয়টি সরকারের নজরে এসেছে। তাই ওএমএস ব্যবস্থাপনার উন্নতিসহ নানা অনিয়ম দূর করতে তালিকা করে কার্ডের মাধ্যমে ওএমএস দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, খুব শিগগিরই কারা এই ওএমএস কার্ড পাবে তা খাদ্যমন্ত্রণালয় নির্ধারণ করা হবে। সেই সাথে বাজার পরিস্থিতিও নজরদারি করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সূত্র: কালের কন্ঠ অনলাইন