Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হজযাত্রীদের জন্য চার শর্ত দিল সৌদি আরব
--ফাইল ছবি

হজযাত্রীদের জন্য চার শর্ত দিল সৌদি আরব

অনলাইন ডেস্ক:

চলতি বছর হজে গমনেচ্ছুদের জন্য চারটি শর্ত দিয়েছে সৌদি আরব। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি। গতকাল সোমবার ধর্ম মন্ত্রণালয় শর্তগুলো প্রকাশ করেছে।

সৌদি সরকারের দেওয়া শর্তগুলো হলো—চলতি বছর হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে। অর্থাৎ ১২ বছরের কম বয়সী কারো পক্ষে হজের জন্য করা ভিসার আবেদন বাতিল বলে গণ্য হবে। হজে গমনেচ্ছুদের করোনাভাইরাস, মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া থাকতে হবে। এবার পুরনোদের চেয়ে নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। হজযাত্রীদের কোনো কঠিন বা দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারিভাবে সেই খরচ নির্ধারিত হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply