বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসার পর এবার হজের জন্যও আঙুলের ছাপ ও বায়োমেট্রিক তথ্য দেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব। স্মার্টফোনে ‘সৌদি ভিসা বায়ো’ অ্যাপের মাধ্যমে এসব তথ্য দেওয়ার পরই হজ ও ওমরাহ ভিসার আবেদন করা যাবে। গতকাল বুধবার ঢাকায় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশি হজযাত্রীদের বায়োমেট্রিক সেবা নিয়ে কাজ করা সৌদি প্রতিনিধিদলের প্রধান ইসনাদ আহমদ আল-জাওয়াদ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে, যা ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। সরকারিভাবে হজ পালনে খরচ হবে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা এবং বেসরকারিভাবে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।
সূত্র: কালের কন্ঠ অনলাইন