গণমাধ্যমের স্বাধীনতাবিষয়ক বৈশ্বিক জোটের (এমএফসি) সদস্য ৯টি দেশের কূটনীতিকরা গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় বৈঠক করেছেন।
দেশগুলো হলো- কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ এমএফসির কূটনৈতিক নেটওয়ার্ক উদ্যোগ চালু এবং সংবাদপত্রের স্বাধীনতায় তাদের সমর্থনের জন্য উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, উপস্থিত ব্যক্তিরা অনলাইন নিউজ পোর্টালগুলোর ‘সেন্সরিং’ এবং সাংবাদিকদের ‘হয়রানি ও ভয় দেখানোর’ সাম্প্রতিক ঘটনাসহ বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত বর্তমান গণমাধ্যম পর্যবেক্ষণ এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এমএফসি বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার সমর্থনে মিডিয়া, সুশীল সমাজ, সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: কালের কন্ঠ অনলাইন