অনলাইন ডেস্ক:অমর একুশে বইমেলায় হামলার সুনির্দিষ্ট কোনো থ্রেট বা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেছেন, বইমেলায় অতীতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এবারের অমর একুশে বইমেলায় কোনো ধরনের বক্তব্য বা উসকানিমূলক বই প্রকাশ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাংলা একাডেমি থেকে শুরু করে পাঠ্যপুস্তক ব্যবসায়ী লেখক যারা আছেন সবাই নজর রাখছে।
ডিএমপি কমিশনার বলেন, পুরো বইমেলা ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক থাকবে।তিনি আশা প্রকাশ করে বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারব। তবে যারা বইমেলায় আসবেন তারা যদি সুশৃঙ্খলভাবে বইমেলায় প্রবেশ করে তাহলে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সফল হবে।