রাশিয়ার সৈন্যদের দাড়ি রাখা নিষিদ্ধ করে জারি থাকা একটি আইনের সমালোচনা করেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার বিষয়টির সমালোচনা করেন তিনি।
রয়টার্স জানিয়েছে, গত বুধবার আরবিসি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এবং পার্লামেন্ট সদস্য ভিক্টর সোবোলেভ দাড়ি রাখার ওপর নিষেধাজ্ঞার পক্ষে কথা বলেছেন।
ভিক্টর বলেন, দাড়ি, ব্যক্তিগত স্মার্টফোন ও ট্যাব ব্যবহারের ওপর দেওয়া নিষেধাজ্ঞাটি সামরিক শৃঙ্খলার অত্যাবশ্যকীয় অংশ।
রমজান কাদিরভ আরো বলেন, বেশির ভাগ মুসলিম সেনা ধর্মীয় বিধি মেনে দাড়ি রাখেন। এ নিয়ে মন্তব্যকে উসকানি হিসেবে দেখছেন তিনি।
সূত্র : রয়টার্স