বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আগামী রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রো রেল চলবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গির তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আগারগাঁও মেট্রো রেল স্টেশন পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রো রেল চলাচল করবে। এদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।
এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামীকাল শুক্রবার। এবারের পর্বে অংশ নেবেন মাওলানা সাদপন্থীরা। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন