চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার অন্তর্ভুক্ত কার্পাসডাঙ্গা সীমান্তবর্তী ইউনিয়নের মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে হুন্ডির টাকা পাচার হয়ে আসা প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করেছেন চুয়াডাঙ্গা – ৬ বিজিবি। কুয়াশাচ্ছন্ন থাকায় দুই পাচারকারী পুনরায় ভারতে পালিয়ে যায়।
আজ (১৭ জানুয়ারি) মঙ্গলবার দুপুর ১ টার দিকে বাংলাদেশ বর্ডার গার্ড, চুয়াডাঙ্গা -৬ বিজিবি’র পরিচালক শাহ্ ইশতিয়াক, পিএসসি এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তিনি জানিয়েছেন, সোমবার (১৬ জানুয়ারি) রাত ৮ টার দিকে ভারত থেকে অবৈধ পথে পাচার হয়ে আসা উল্লেখিত টাকা পাচার কালে সীমান্তের সদস্যরা নায়েক সুবেদার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে রাত্রীকালীন নিয়মিত সশস্ত্র টহল দল সীমান্তের মেইন পিলারের ৯৩ নং এর ৫’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর সীমান্তের এমপির ঘাট নামক স্থানের নদীর পাড়ের স্থানে এ্যাম্বুশ করেন। সে সময় তারা দেখতে পান, অজ্ঞাত দুই ব্যক্তি হাতে দুইটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করছে। এ সময় অজ্ঞাত ব্যক্তিদ্বয় বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা চালায়। তখন বিজিবি’র টহল দলটি দু’টি ভাগে বিভক্ত হয়ে একটি দল তাদের কে ধাওয়া করেন। এ সময় তাদের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ দুটি ফেলে বাংলাদেশের সীমান্ত ত্যাগ করে পুনরায় ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়।কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।পরবর্তীতে ফেলে রাখা ব্যাগ উদ্ধার করে দেখা যায়, বাংলাদেশের ৪৯ লাখ ৪৯ হজার ৫’শ টাকা, যা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
তিনি আরো জানান,এ বিষয়ে দামুড়হুদা থানায় মামলা করা হয়েছে এবং উদ্ধারকৃত টাকা জেলা ট্রেজারী কার্যালয়ে জমা দেওয়া হয়।