Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মহেশখালী থানা পুলিশের অভিযানে অস্ত্র, মদ ও সরঞ্জামসহ আটক ৪
--প্রেরিত ছবি

মহেশখালী থানা পুলিশের অভিযানে অস্ত্র, মদ ও সরঞ্জামসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলায় চোলাই মদ ও অস্ত্র কারখানায় পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে । চোলাই মদ এবং মদ তৈরীর উপাদান (ওয়াশ), একটি একনলা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ, দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র সহ তাদের আটক করা হয়। মহেশখালী থানা সুত্রে  জানা যায়, ১১ জানুয়ারি বুধবার  দিবাগত রাত ৩টার সময় মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার চৌচালা ঘোনা যা প্রধান সড়ক হতে চার কিলোমিটার পাহাড়ি পথ দূরত্বে অবস্থিত।উক্ত জায়গায় অবস্থিত অস্ত্র ও চৌলাই মদের কারখানা। এখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১) নাছির উদ্দিন (৪১) পিতা মৃত নুর আহমদ, দাসি মাঝিরপাড়া, মহেশখালী পৌরসভা ২) দুলাল দে (৩৮) পিতা জ্যোতিষ দে, ছোট মহেশখালী ঠাকুরতলা ৩) জসীমউদ্দীন (৩৬) পিতা মৃত জোনাব আলী, বড় মহেশখালী পশ্চিম দেবাঙ্গাপাড়া ৪) মোঃ শরীফ (৫৫) পিতা মনসুর আলী, মনু মিয়া সিকদার পাড়া, বড় মহেশখালী। তাদের কাছ থেকে প্রস্তুতকৃত ১৫০ লিটার চোলাইমদ, মদ তৈরির ৩০০ লিটার উপাদান (ওয়াশ), এবং উক্ত কারখানা হতে একনলা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ, দুইটি ধারালো দা এবং আরো অন্যান্য দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।  মহেশখালী থানা অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত উক্ত জায়গায় চোলাই মদ ও অস্ত্র প্রস্তুত করে মহেশখালী, কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় পাইকারি দরে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। ইতিপূর্বে আসামি নাছির উদ্দিনের বিরুদ্ধে তিনটি মাদকের মামলা সহ মোট চারটি মামলা, আসামি জসীমউদ্দীনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এ একটি মামলা, আসামি দুলাল দে এর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত আসামিদের বিরুদ্ধে মহেশখালী থানায় মাদক আইন এবং অস্ত্র আইনে পৃথকভাবে দুইটি মামলা রেকর্ড করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply