সুনামগঞ্জ প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ব্যালট ভোটের মধ্যে দিয়ে সুনামগঞ্জ প্রেসক্লাবের ২০২২ সালের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৪ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তন উকিল পাড়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৩ জন সদস্য ও ভোটের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক-প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ। এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শামসুল কাদির মিছবাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সুহেল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ব্যালট ভোটে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক সুনামগঞ্জ রিপোর্টের ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমেদ বখত। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি আল-হেলাল। অন্যদিকে দুই প্রার্থী ২২ টি করে সমান ভোট পাওয়ায় দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমেদ তালুকদারকে সমর্থন দিয়েছেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর।
এ ছাড়াও ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দপ্তর সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি শহীদনুর আহমেদ, কোষাধ্যক্ষ পদে চ্যানেল এস এর ফোয়াদ মনি, নির্বাহী সদস্য পদে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, দৈনিক সমাচার প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক সোনালী খবর প্রতিনিধি ফরিদ মিয়া ও দৈনিক এইবাংলা প্রতিনিধি স্বপন কুমার সরকার নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে শতভাগ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুছ ছাত্তার, সদস্য প্রভাষক দুলাল মিয়া ও অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন।
উল্লেখ্য জেলার পথিকৃত সাংবাদিক মরহুম মুহাম্মদ আবদুল হাই, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী হাসান শাহরিয়ার, সাংবাদিক মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী, এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, বিজন সেন রায় ও অধ্যক্ষ শেরগুল আহমেদ এর ধারাবাহিক নেতৃত্বাধীন ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে শতভাগ ভোট কাস্ট হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য হিসেবে সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলূর রহমান মিসবাহ এবং সাবেক সংসদ সদস্য ও প্রেসক্লাবের বিদায়ী সভাপতি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানীও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রেসক্লাবের সম্মানিত সকল ভোটারগণ নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এসময় সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ সামাজিক ব্যক্তিবর্গ, মিডিয়া নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন।