অনলাইন ডেস্ক:
ভাষাসংগ্রামী ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ৩০ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে তিনি প্রয়াত হন। ১৯৩৪ সালে চাঁদপুরে জন্ম নেওয়া রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। ভাষাসংগ্রামের দুর্লভ অনেক ছবি তিনি ধারণ করেন নিজের ক্যামেরায়।
ঢাকার সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে তখন থেকেই নিজেকে জড়িয়ে রেখেছিলেন।
১৯৫৭ সাল থেকে রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিযুক্ত ছিলেন। একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক ছিলেন এই ভাষাসংগ্রামী ও মহান মুক্তিযোদ্ধা। বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতির দায়িত্বও পালন করেছেন।
নজরুল ইনস্টিটিউটের সভাপতি ছিলেন দীর্ঘ সময়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি জাতীয় অধ্যাপক হন। শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য জীবদ্দশায় পেয়েছেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক।