বরগুনা প্রতিনিধি:
৫০ শিক্ষার্থী এ +পেয়ে উত্তীর্ণ ও ২৯ শিক্ষার্থী এ পেয়ে শতভাগ শিক্ষার্থী পাস করায় শহরে আনন্দ র্যালি করেছে বরগুনা এভারগ্রীন পাবলিক মডেল স্কুলে এন্ড কলেজের শিক্ষার্থী ,অভিভাবক ও শিক্ষকগণ । ২৯ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শহরের কলেজ রোড থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে র্যালিটি শেষ হয়। র্যালি নেতৃত্ব দেন বরগুনা পৌরসভার প্যানেল মেয়র এভারগ্রিন পাবলিক মডেল স্কুলের সভাপতি মোঃ রইসুল আলম রিপন ও এভারগ্রিন পাবলিক মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল জব্বার আকন। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল জব্বার আকন বলেন, আমাদের স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আর পিছে ফিরে তাকাতে হয়নি ,আমাদের শিক্ষার্থীরা বরাবরই ভালো রেজাল্ট করে আসছে। আমাদের বিদ্যালয়ের যারা পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে ৫০ জন শিক্ষার্থী এ প্লাস ২৯ জন শিক্ষার্থী এ । তারা শতভাগ পাস করেছে। ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা এর চেয়েও ভালো রেজাল্ট করবে ।
এভারগ্রিন পাবলিক মডেল স্কুলের সভাপতি প্যানেল মেয়র মোঃ রইসুল আলম রিপন বলেন, আমাদের শিক্ষক , অভিভাবক ও শিক্ষার্থীদের সকলের চেষ্টায় আমারা ভাল ফলাফল পেয়েছি। আমি আশা করি আগামীতে এর চেয়েও আরো ভালো রেজাল্ট হবে। এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করায় আমি সকলকে ধন্যবাদ জানাই। এ সময় এভারগ্রিন পাবলিক মডেল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এ কে আজাদ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক এবং ৫শতাধিক শিক্ষার্থী রালীতে উপস্থিত ছিলেন।