Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাতক্ষীরায় সাংবাদিক সুভাষ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভার সিদ্ধান্ত
--প্রেরিত ছবি

সাতক্ষীরায় সাংবাদিক সুভাষ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভার সিদ্ধান্ত

সাতক্ষীরা (ময়না) প্রতিনিধি:
খ্যাতিমান সাংবাদিক সুভাষ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের চিত্র সম্পাদক প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। সভায় আগামী ২৬ নভেম্বর সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিক সুভাষ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা আয়োজন, সাংবাদিক
সুভাষ চৌধুরী স্মরণে একটি স্মারক গ্রন্থ প্রকাশ ও প্রামাণ্য চিত্র নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সাংবাদিক আবুল কালাম আজাদকে আহবায়ক ও উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্তকে সদস্য সচিব মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট নাগরিক শোকসভা আয়োজক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাতক্ষীরা সাংবাদিক ঐক্য’র সদস্য সচিব শরিফুল্লাহ
কায়সার সুমন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, মহিলা পরিষদের
সাধারণ সম্পাদক জোৎন্সা দত্ত, সচেতন নাগরিক কমিটি-সনাক সাতক্ষীরার সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাস, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক আহবায়ক অ্যাড. আজাহারুল ইসলাম, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ও বিশিষ্ট চিকিৎসক ডা. সুব্রত ঘোষ, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, শ্রমিক নেতা রবিউল ইসলাম এবং সাংবাদিক সুভাষ চৌধুরীর সর্বশেষ কর্মস্থল পল্লী মঙ্গল হাইস্কুলের একজন ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির একজন প্রতিনিধি।

এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন, অধ্যক্ষ আবু আহমেদ, প্রফেসর আব্দুল
হামিদ, মো.আনিসুর রহিম ও জিএম নুর ইসলাম। সাংবাদিক অ্যাড. আবুল কালাম আজাদের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জিএম নুর ইসলাম, মো.আনিসুর রহিম, প্রফেসর আব্দুল হামিদ, আব্দুল বারী,
মিজানুর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, মোহাম্মদ আলী সুজনসহ অনেকেই বক্তব্য রাখেন।

About Syed Enamul Huq

Leave a Reply