কক্সবাজার প্রতিনিধি:
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেন্টমার্টিন দ্বীপে ঘাটে নোঙর করা ১৩টি ফিশিং ট্রলার ডুবে গেছে। সূত্রে জানা গেছে, সেন্টমার্টিন দ্বীপে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে ভারি বৃষ্টিপাত ও প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বয়ছিল। ফলে গাছপালা ভেঙে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই দ্বীপের চারপাশে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বেড়ে যায় । এলাকার নিছু জায়গা গুলোতে পানি ঢুকার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ঘাটে নোঙর করা ১৩টি ফিশিং ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে একটি মানুষ পারাপারের ট্রলার ও রয়েছে। এ অবস্থা চলতে থাকলে সেন্টমার্টিন দ্বীপে খাদ্য সংকট দেখা দেবে ।সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, গাছপালা ভেঙে পড়ার কারণে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে কয়েকটি ট্রলার ডুবে গেছে। লোকজনকে নিরাপদে রাখতে স্বেচ্ছাসেবকদের সহায়তায় কাজ চলছে।অন্যদিকে, সেন্টমার্টিনে আটকা পড়া চার শতাধিক পর্যটককে গত রোববার (২৩ অক্টোবর) বিকেলে পর্যটকবাহী জাহাজে ফিরিয়ে নেয়া হয়। এছাড়া সেন্টমার্টিন দ্বীপে ঘূর্ণিঝড় মোকাবিলায় সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।