খুলনা অফিসঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের জন্মদিন‘ শেখ রাসেল দিবস’’ উপলক্ষে বিআরটিএ শিরোমণিস্থ খুলনা সার্কেলের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।শেখ রাসেল দিবস উপলক্ষে গতকাল ১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টায় বিআরটিএ কার্যালয়ের অভ্যান্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটির কর্মসুচি শুরু হয়। সকাল সোয়া ৮টায় র্যালি এবং সকাল সাড়ে ৮টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি.) প্রকৌশলী তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. মাসুদ আলম। আলোচনায় অংশগ্রহন করেন মটরযান পরিদর্শক মো. কামরুজ্জামান, আবুল কালাম আজাদ, উচ্চমান সহকারী রেজওয়ান ইসলাম, মো.মনোয়ার হোসেন। প্রতিটি অনুষ্ঠানে বিআরটিএ খুলনা সার্কেলের সর্বস্থরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের হাতে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।