নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ আজ বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অডিটরিয়ামে মোঃ জসিম উদ্দিন হালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আগামী ৩ বছরের জন্য মো. জসিম উদ্দীন হালালীকে সভাপতি এবং মো.
মোশারেফ হোসেন কে সাধারণ সম্পাদক করে কন্ঠ ভোটের মাধ্যমে ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে মো. আবদুল কাইয়ুম খান, সহ-সাহিত্য ও পাঠাগার সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী জেলার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মোঃ জহিরুল হক, সভাপতি, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, প্রধান বক্তা হিসেবে ছালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, কেন্দ্রীয় কমিটি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে কামরুন নাহার, সিনিয়র সহ-সভাপতি, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি, মো. আলী আশরাফ শামীম, সভাপতি, স্বাশিপ, নোয়াখালী জেলা ও সদস্য কেন্দ্রীয় কমিটি, মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও সভাপতি সেনবাগ উপজেলা, মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও সভাপতি সূবর্ণচর উপজেলা, মো. ফেরদৌস আহম্মেদ মীর,
আহ্বায়ক, বঙ্গবন্ধু ফেডারেশন, নোয়াখালী জেলা, মো. এমদাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও সভাপতি নোয়াখালী সদর উপজেলা, মো. ইউছুফ ভূঁইয়া, সদস্য, বিএমজিটিএ ও
শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, মো. আবদুল মাজেদ, অর্থ-সম্পাদক নোয়াখালী জেলা, বিএমজিটিএ ও সাধারণ সম্পাদক, সেনবাগ উপজেলা, মোঃ. আব্দুশ শাকুর হান্নান, সাহিত্য ও পাঠাগার
সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও সাংগঠনিক সম্পাদক, বিএমজিটিএ, চাটখিল উপজেলা, মো. মামুন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও সভাপতি চাটখিল
উপজেলা, মো. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী সদর উপজেলা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসা সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে ১০ দফা দাবী উপস্থাপন করেন। দাবীগুলোর মধ্যে মাদ্রাসাসহ সকল শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে এমপিওভুক্ত শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান, সহকারী শিক্ষদের ২য় উচ্চতর গ্রেড প্রদান নিশ্চিতকরণ, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসায় প্রভাষকদের ৮ বছর পূর্তিতে ৫০% হিসেবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান ও ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রথা চালু, স্বতন্ত্র
ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান, শিক্ষক নিরাপত্তা আইন প্রণয়ন, সরকারি শিক্ষকদের ন্যায় বেসরকারি
শিক্ষকদের গৃহঋণ সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।