নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটের শুভপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে পুকুরে জাল ফেলে মীর আহম্মদ মীরু (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। মীর আহম্মদ ওই গ্রামের দুবাই প্রবাসী মিজানুর রহমানের পিতা। পুকুরে গোসল করতে গিয়ে কি কারণে তিনি মারা যান সঠিক কারণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর গ্রামের বাগান বাড়ির দুবাই প্রবাসী মিজানুর রহমানের পিতা মীর আহম্মদ বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের নিজ পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। ১-২ ঘন্টা পরও তিনি ঘরে না ফিরায় বাড়ীর লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে জেলে এনে পুকুরে জাল ফেললে ওই বৃদ্ধের মৃত দেহ উঠে আসে। কয়েক মাস পূর্বে মীর আহম্মদের হার্ট অপারেশন করে রিং বসানো হয়। তার মেঝো ছেলে মফিজুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও ছোট ছেলে মতিউর রহমান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেন। পুকুরে বৃদ্ধের লাশ পাওয়ার খবরে এলাকার শত-শত উৎসুক জনতা ওই বৃদ্ধের বাড়িতে ভিড় করে।
বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। বিস্তারিত খোঁজ নিয়ে দেখবো।