Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাত ধরনের ভিসাধারীদের ওমরাহ পালনের সুযোগ

সাত ধরনের ভিসাধারীদের ওমরাহ পালনের সুযোগ

অনলাইন ডেস্ক:

সাত ধরনের ভিসাধারীদের ওমরাহ পালনের অনুমোদন দিচ্ছে সৌদি আরব। তা হলো—ফ্যামিলি ভিজিট ভিসা, পার্সোন্যাল ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, সৌদি এয়ারপোর্টে আসার পর প্রদত্ত ভিসা, ‘শেনজেন’ ভিসাধারীদের জন্য ট্যুরিস্ট ভিসা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসাধারী, বিদেশের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেলস অফিস থেকে প্রাপ্ত ওমরাহ ভিসা এবং ‘মাকাম’ প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত ভিসা।

ওমরাহ পালনের জন্য সৌদির ভিসা প্ল্যাটফর্মে  visa.mofa.gov.sa সরাসরি আবেদন করেও ওমরাহ ভিসা পাওয়া যাবে। এ ছাড়া ‘মাকাম’ প্ল্যাটফর্ম maqam.gds.haj.gov.sa থেকে যেকোনো একটি প্যাকেজের আবেদন করা যাবে।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়, ওমরাহে আগ্রহী সব যাত্রীদের ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে। এ জন্য তাদের নির্ধারিত সময়ের কমপক্ষে ছয় ঘণ্টা আগে সৌদি পৌঁছাতে হবে। তবে ফ্লাইট বিলম্ব হলে অ্যাপয়েন্টমেন্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এ ক্ষেত্রে আগের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট বুক দেওয়া যাবে এবং তারিখ পরিবর্তন করতে চাইলেও করা যাবে।

সূত্র : গালফ নিউজ

About Syed Enamul Huq

Leave a Reply