Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বায়তুল মোকাররমে মাহবুব তালুকদারের জানাযা শেষে গার্ড অব অনার
--সংগৃহীত ছবি

বায়তুল মোকাররমে মাহবুব তালুকদারের জানাযা শেষে গার্ড অব অনার

অনলাইন ডেস্ক:

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জানাযার নামায বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা জানাযার পর তাকে গার্ড অব অনার প্রদান করে ঢাকা জেলা প্রশাসক।

এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমের পশ্চিম গেটে তার মরদেহ এসে পৌঁছায়। এ সময় প্রয়াত মাহবুব তালুকদারের ছেলে শোভন মাহবুব, কন্যা আইরিন মাহবুবও উপস্থিত ছিলেন।

জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মো. রুহুল আমিনের ইমামতিতে অনুষ্ঠিত জানাযায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল।

জানাযা শেষে মাহবুব তালুকদারের ছেলে শোভন মাহবুব বলেন,’আমার বাবা নির্বাচন কমিশনারসহ বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। বাবার কথায় ও কাজে কোনো ভুল হয়ে থাকলে তাকে ক্ষমা করবেন। ‘

জানাযা শেষে জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মাহবুব তালুকদারকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রয়াত মাহবুব তালুকদারের পরিবারের সূত্র জানা যায়, জানাযা শেষে তাকে বারিধারা ডিপ্লোমেটিক জোনের বাড়িতে নেওয়া হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

গত বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন মাহবুব তালুকদার। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে শপথ নেন তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শেষে সরকারি চাকরিতে যোগ দেন এই বীর মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার জন রাষ্ট্রপতির অধীনে দায়িত্ব পালন করেছেন তিনি।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply