খুলনা প্রতিনিধি: অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় মশার বংশবিস্তার ও ডেঙ্গু প্রতিরোধে নওয়াপাড়া পৌরসভা শুরু করেছে মশক নিধন অভিযান- ২০২২।আজ বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকা থেকে এ মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন, নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।এ সময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব ইব্রাহীম হোসেন বিশ্বাস, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাশেদা খানম লিপি, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক, ফারুক আল নুর,শেখ মশিয়ার রহমান,নাজমুল ,খান জাহান আলী,রোকন,কালী দাস,পুশান,সুশান্ত ,পরিমল, সাংবাদিকসহ এলাকাবাসী।এ ব্যাপারে প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস জানান, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু করা হয়েছে। মশার বংশবিস্তার প্রতিরোধ অভিযান পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডেই চলবে। অভিযান অব্যাহত রাখতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।