অনলাইন ডেস্ক:
পঁচাত্তর ও ২১ আগস্টের ঘাতকরা স্বাধীনতার পরাজিত শক্তির দোসর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তিনি বলেন, বেগম আইভি রহমান এই দোসরদের নির্মম হত্যার শিকার। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় পেস ক্লাবে বেগম আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইভি রহমান ছিলেন একজন জনপ্রিয় নারী নেত্রী ও কর্মীবান্ধব ভালো সংগঠক উল্লেখ করে দীপু মনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় প্রথমে আহত আইভি রহমানকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেছিল তার পরিবার। ঘাতকরা তাকে বিদেশ নিতে দেয়নি, তার সন্তানদের হাসপাতালে একটি রুমে তালা দিয়ে রাখা হয়েছিল। এমনকি মৃত্যুর পর তার লাশ পরিবারের কাছে দিতে চায়নি দোসররা।
আলোচনাসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম ও শেখ জাহাঙ্গীরসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সূত্র: কালের কন্ঠ অনলাইন