মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন, ফলের চারা বিতরণ, যুব ঋণের চেক বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
এতে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন,সর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা তথ্য অফিস, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, কাশিনাথ আলাউদ্দির উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন বালিক উচ্চ বিদ্যালয়, আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বিভাগ, বিদ্যুৎ বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আনসার ভিডিপিসহ বিভিন্ন সরকারি দফতর।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ। এদিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় জনমিলন কেন্দ্রে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমানের সঞ্চালনায় এতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।