স্টাফ রিপোর্টার:
বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তারের মেয়ে নাছিমা আক্তার ইষ্টার্ন হাউজিং, মিরপুর ১২ , ব্লক ডি , রাস্তা ৫ , বাড়ি নং ২৭৫ , আলী আকবরের (৮৫) বাড়ীতে দীর্ঘদিন যাবত ভাড়া থাকেন। বয়স্ক বাড়ি ওয়ালা নাছিমা আক্তারকে নিজের মেয়ের মত স্নেহ করতেন। গত ৩ আগষ্ট নাছিমা আক্তারের বাসায় নতুন আসবাব পত্র উঠানোর জন্য বাড়ি ওয়ালার কাছে মেইন গেটের চাবি চাইলে নিজের মেয়ে সুমি বেগমের কাছ থেকে নিতে বলে । বয়স্ক পিতার ভাড়াটিয়ার প্রতি নিজের মেয়ের চেয়ে বেশি স্নেহ করাকে কেন্দ্র করে হিংসাত্মক মনোভাব তৈরী হয় সুমি বেগমের । চাবি চাইতে গেলে সুমি বেগম , তার স্বামী তারেক রহমান ও মেয়ে তানিয়া আক্তারকে সাথে নিয়ে নাছিমার উপর হামলা চালায়, তার নতুন টেবিলটি ভেংগে ফেলে । এই সময় তাদের দুইজন্ নাছিমার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়, রক্ত ঝড়তে থাকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্ত বন্ধ করেন। মাথায় প্রচন্ড ব্যথা করছেন ব্রেনে কোন সমস্যা হলো কিনা, পরক্ষণে নাছিমার অবস্থা খারাপ হওয়ায় তার পরিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । দুইদিন চিকিৎসা দেওয়ার পর কিছুটা সুস্থ হলে বাসায় নিয়ে আসে । কিন্তু তার শারীরিক অবস্থা এখনও খারাপ তাঁর মাথায় আঘাত লাগার পর থেকে সে প্রচন্ড মাথা ব্যথা ভুগছেন।