কক্সবাজার প্রতিনিধি:
মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী’র সাথে মহেশখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় মহেশখালী থানা কম্পাউন্ডে মহেশখালী থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহেশখালী থানার নবাগত ওসি প্রনব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী- কুতুবদিয়া সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকী। বিশেষ অতিথি ছিলেন, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর। মত বিনিময় সভায় মহেশখালী উপজেলার সন্ত্রাস দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের সাথে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
থানা মসজিদের মোয়াজ্জিন মোজাহিদুল ইসলামের কোরআন তিলাওয়াত , সাবেক কাউন্সিলর সঞ্জিত চক্রবর্তীর গীতা পাঠ এবং মহেশখালী থানার সেকেন্ড অফিসার আল আমিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জে এইচ এম ইউনুস, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদুল আলম দেওয়ান, সাবেক সভাপতি মাহবুব রোকন, সাবেক সভাপতি হারুনুর রশিদ, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোবাইব সজীব, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি .স.ম ইকবাল বাহার চৌধুরী, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম হাসান, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম রুবেল, দৈনিক সমকাল প্রতিনিধি শাহাব উদ্দিন, বাংলাদেশ বেতার প্রতিনিধি আমিনুল হক, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি জাহেদ সরওয়ার, সাংবাদিক সিরাজুল হক সিরাজ,এম বশির উল্লাহ, গাজী আবু তাহের, এম আজিজ সিকদার, ফারুক ইকবাল, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এরফান হোসাইন, কাব্য সৌরভ, হ্যাপী করিম, সাইফুল ইসলাম সাইফ, আব্দুল করিম রিফাত,সরওয় কামাল, নুরুল কাদের, আব্দুর রহমান, ইশরাত মুহাম্মদ শাহজাহান, কাইছার হামিদ, মিজবাহ উদ্দীন আরজু, আবু বক্কর ছিদ্দিক, নুরুল করিম, শেখ আব্দুল্লাহ, মাওঃ খাইরুল আমিন, সাইফুল ইসলাম আফ্রিদি প্রমূখ।
মতবিনিময় সভায় সহকারি পুলিশ সুপার (মহেশখালী কুতুবদিয়া সার্কেল) আবু তাহের ফারুকী ও মহেশখালী থানার নবাগত ওসি প্রনব চৌধুরী থানা পুলিশের পক্ষ থেকে একটি সুন্দর,শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত মহেশখালী প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকরা মহেশখালী থানা পুলিশের সাথে মিলে মিশে কাজ করার ঘোষণা দেন।