অনলাইন ডেস্ক:
নির্বাচন কমিশন ভোটের মাঠের সহিংসতা বন্ধ করতে পারবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনের মাঠে খেলোয়াড় হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনারা মাঠে যাবেন। মাঠে খেলবেন আমরা রেফারি হিসেবে দায়িত্ব পালন করব। ’
রবিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে তিনি এমন কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের মাঠে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায় তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে। আমরা ভোটের মাঠের সহিংসতা নির্বাচন কমিশন বন্ধ করতে পারব না। আপনাদেরও দায়িত্ব নিতে হবে। কারণ খেলোয়াড় হচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনারা মাঠে যাবেন। মাঠে খেলবেন আমরা রেফারি হিসেবে দায়িত্ব পালন করব। আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কিন্তু কম না। ’
সূত্র: কালের কন্ঠ অনলাইন