Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গোতাবায়ার পদত্যাগ গৃহীত, ৭ দিনের মধ্যে লঙ্কায় নতুন প্রেসিডেন্ট
--ফাইল ছবি

গোতাবায়ার পদত্যাগ গৃহীত, ৭ দিনের মধ্যে লঙ্কায় নতুন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক:

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ গৃহীত হয়েছে। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দিয়েছেন দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

এনডিটিভি জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে নানা নাটকীয়তার পর বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান গোতাবায়া।

দেশটির স্পিকার জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আগমাী সাত দিনের মধ্যে নির্বাচনপ্রক্রিয়া অবশ্যই শেষ করা উচিত। লঙ্কান জনগণকে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। যেন আইনপ্রণেতারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।

এদিকে আগামী শনিবার শ্রীলঙ্কার পার্লামেন্টের বৈঠক বসতে যাচ্ছে।   অন্যদিকে সিঙ্গাপুর সরকার নিশ্চিত করেছে যে গোতাবায়া ব্যক্তিগত সফরে গেছেন এবং রাজনৈতিক আশ্রয় চাননি।

সূত্র : এনডিটিভি।

About Syed Enamul Huq

Leave a Reply