ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীর গন্ডপা এলাকায় পূর্ব শক্রতার জের ধরে শুক্রবার রাতে যুবলীগ নেতা পারভেজ মঞ্জিল (৩৪) ছুরিকাঘাতে খুন হন।খুন হওয়া ২৪ ঘন্টার মধ্যেই পারভেজ হত্যাকান্ডের মুলহোতা তিনজনকে গ্রেফতার করে ময়মনসিংহের মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী তিন জন হলেন ১।দেলোয়ার হোসেন,২। দিলীপ,৩।শহিদ। যুবলীগ নেতা পারভেজ হত্যাকান্ডের বর্ণনা ও অন্যান্য জড়িতদের নাম প্রকাশ করে জবানবন্দি দিয়েছে এই তিনজন।কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে জানান,এ ঘটনায় নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন ০৩/০৭/২২ ইং বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন। মামলা নং-১১,ধারা-১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড দায়ের করে।তিনি বলেন, আমি হত্যার খবর পেয়েই জড়িতদের গ্রেফতার করতে পুলিশের একটি চৌকস টিম গঠন করে দেই।এসআই আনোয়ার হোসেন,এসআাই নিরুপম নাগ,এসআই শাহ মিনহাজ উদ্দিন ও এ,এস আই সুজন চন্দ্র সাহা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে,আমরা আমাদের তীক্ষ্ণ বুদ্ধি, মেধা আর সাহসিকতা দিয়ে খুনিদেরকে শনিবার রাতে গৌরীপুরের ডৌহাখলা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।তারা এই নির্মম হত্যাকান্ড ও জড়িত থাকার কথা স্বীকার করেছে।এছাড়া সাব্বির নামে আরো একজনকে আটক করেছে র্যাব।তাদেরকে রবিবারে আদালতে পাঠানো হয়েছে।এছাড়াও অন্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।