অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মা সেতুতে যখন অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়, আমরা তখনই ঘোষণা দিয়েছিলাম নিজের অর্থে করব। করে দেখিয়ে দিয়েছি আমরাই পারি। ’ তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, দাবায়া রাখতে পারবা না। আসলেই কেউ পারে নাই।
আমরা বিজয়ী জাতি, বিশ্বের মধ্যে মাথা উঁচু করে চলবো। আমরা এ দেশকে উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তুলবো।
আজ রবিবার (২৬ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২২’ এ সেরা মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সোনার ছেলে-মেয়েরা, আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে তোমরা তৈরি হও। তোমরা তোমাদের মেধা বিকাশ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন