অনলাইন ডেস্ক:
দেশ এবং দেশের বাইরে মহামারি করোনা সংক্রমণ বাড়ার বিষয়ে সতর্ক করে সবাইকে দ্রুততর সময়ে করোনা প্রতিরোধী টিকা বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (১৬ জুন) সচিবালয়ে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা এখনো বুস্টার ডোজ নেননি, শিগগির নিয়ে নিন। কারণ, আমাদের দেশে করোনা কিছুটা হলেও বাড়তি।
আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে। বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান করব, যারা এখনো বুস্টার ডোজ নেননি, অতি শিগগির নিয়ে নিন।
তিনি বলেন, আমরা অবশ্য আবারও বলব, যারা এখনো বুস্টার ডোজ নেননি, অবশ্যই নেবেন। বুস্টার ডোজ নিলে আপনি সুরক্ষিত থাকবেন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন