Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ঢাকা-ওয়াশিংটন সংলাপ আজ

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ঢাকা-ওয়াশিংটন সংলাপ আজ

অনলাইন ডেস্ক:

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সংলাপ আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলমও প্রতিনিধিদলে আছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডাব্লিউ ফার্নান্দেজ।

ওয়াশিংটনে দিনব্যাপী এ সংলাপে খাদ্য কৃষি সহায়তা, পোশাক শিল্প, জ্বালানি, ওষুধ, তথ্য-প্রযুক্তি, টেলিকম ইত্যাদি বিষয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সংলাপে বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতি প্রাধান্য পেতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ‘ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি প্রসঙ্গ তুলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে জাপান সফরকালে আইপিইএফপি ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র এই অর্থনৈতিক কাঠামোতে বাংলাদেশকে চায়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গত মঙ্গলবার বলেছেন, ওই অর্থনৈতিক কাঠামো প্রণয়ন প্রক্রিয়ার শুরু থেকেই মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে বাংলাদেশকে অবহিত করে আসছেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply