Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাংলাদেশের পথে গাফ্ফার চৌধুরীর মরদেহ
--ফাইল ছবি

বাংলাদেশের পথে গাফ্ফার চৌধুরীর মরদেহ

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের পথে প্রয়াত গাফ্ফার চৌধুরীর মরদেহ। লন্ডনের ব্রিকলেন মসজিদের তত্ত্বাবধানে হিমঘরে থাকা কফিন বাংলাদেশ বিমানের কাছে ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। ফ্লাইটের ২৪ ঘণ্টা আগে কফিন পৌঁছে দেওয়ার নিয়ম রয়েছে। মহান একুশের অমর সংগীতের রচয়িতা মরহুম আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসে (ফ্লাইট নম্বর বিজি ২০২) ২৮ মে শনিবার সকালে ঢাকা পৌঁছাবে।

এ সম্পর্কে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন, মহান একুশের অমর সংগীতের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশে পাঠানোর সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করেছে।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে সরকারের বিভিন্ন দপ্তর, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় প্রেস ক্লাবের তত্ত্বাবধানে দুপুর ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে, সেখান থেকে বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজার জন্য নিয়ে যাওয়া হবে মরহুমের মরদেহ।

ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ থেকে বিকেল ৪টায় নিয়ে যাওয়া হবে মরহুমের স্মৃতিবিজড়িত জাতীয় প্রেস ক্লাবে। সেখান থেকে ৪টা ৩০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে মরদেহ নিয়ে যাওয়া হবে এবং বিকেল ৫টা ৩০ মিনিটে তাঁর স্ত্রীর পাশে কবরে চিরনিদ্রায় শায়িত হবেন গাফ্ফার চৌধুরী।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply