Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মিসরের চেয়ে বেশি পিরামিড যে দেশে
--ফাইল ছবি

মিসরের চেয়ে বেশি পিরামিড যে দেশে

অনলাইন ডেস্ক:

আফ্রিকার দেশ সুদানের কথা ভাবলে শুরুতেই রুক্ষ মরুভূমির দেশের কথা মনে করেন অনেকেই। কিন্তু দেশটির বিস্তীর্ণ মরু এলাকায় রয়েছে হাজার বছরের পুরনো বহু পিরামিড। আকারে কিছুটা ছোট হয় সুদানের পিরামিড, যাদের সংখ্যা আড়াই শতাধিক।

সুদানের পুরনো শহর গেমাটোনের কাছে মরুভূমিতে রয়েছে বেশির ভাগ পিরামিড।

প্রায় দুই হাজার বছর আগে এগুলো গড়ে তোলা হয়। তখন সুদানে ‘কুশ’ সাম্রাজ্যের জমজমাট অবস্থা ছিল।

কিছু পিরামিড ডিনামাইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮৩০ সালে ইতালির একজন রত্ন শিকারি মূল্যবান রত্নের সন্ধানে গুঁড়িয়ে দিয়েছিলেন কয়েকটি পিরামিড।

অনেক সমাধির জিনিসপত্র চুরি হয়ে গেছে। সে দেশের মানুষের প্রত্যাশা, সামনের দিনে নিজেদের পিরামিডগুলো রক্ষার দায়িত্ব নেবে সুদানের তরুণরা।

ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল গতকাল ঘোষণা দিয়েছে, গুগল আর্টস অ্যান্ড কালচারে একটি নতুন ‘ডিজিটাল এক্সপেরিয়েন্স’ চালু করা হবে। যা বিশ্বকে কুশিট রাজ্যের শেষ রাজধানীর প্রভাবশালী রাজবংশ এবং এর সাংস্কৃতিক ঐতিহ্যের কাছাকাছি নিয়ে আসবে। আর এতে পার্টনার হিসেবে রয়েছে আলজাজিরা।

সূত্র : আলজাজিরা।

About Syed Enamul Huq

Leave a Reply