অনলাইন ডেস্ক:
রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘মানুষের চাহিদার তুলনায় আমাদের ট্রেনের সংখ্যা কম। কারণ যেখানে প্রতিদিন ৫০ লাখ মানুষ যাতায়াত করবে, সেখানে রাস্তার সক্ষমতা হলো মাত্র ১৫ লাখের। আমাদের রেলের সক্ষমতা অনুযায়ী আমরা টিকিট বিক্রি করছি। সবাই টিকিট পাবে না।
পাঁচ লাখ মানুষ যদি ট্রেনে যেতে চায়, সেখানে আমি দিতে পারি মাত্র ২০ হাজার টিকিট। ’
গতকাল সোমবার দুপুরে রেলের অগ্রিম টিকেট বিক্রির পরিস্থিতি দেখতে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন