Wednesday , 27 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার
--ফাইল ছবি

গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই। আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে এ সংলাপের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এ সংলাপ শুরু করেন সিইসি।

সিইসি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশিষ্টজনদের সঙ্গে সংলাপ করছি।

এরই ধারাবাহিকতায় আপনাদের মতামত নিতে আপনাদের মূল্যবান কথা শুনব। আমরা আপনাদের মতামত নোট করে পর্যালোচনা করবো। সংলাপের মতামত নিয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ করা হবে।

সংলাপে অংশ নিতে দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের নিমন্ত্রণ জানানো হয়। তাদের মধ্যে রয়েছেন এনটিভির বার্তাপ্রধান জহিরুল আলম, এটিএন বাংলার হেড অব নিউজ জ. ই মামুন, এটিএন নিউজের হেড অফ নিউজ মুন্নী সাহা, চ্যানেল আইয়ের হেড অফ নিউজ ও পরিচালক শাইখ সিরাজ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান, একুশে টিভির সিইও রাশেদ চৌধুরী, বাংলাভিশনের হেড অফ নিউজ ড. আব্দুল হাই সিদ্দিক, মাই টিভির হেড অফ নিউজ শেখ নাজমুল হক সৈকত, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইনডিপেনডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর আশিষ সৈকত, মাছরাঙ্গা টেলিভিশনের হেড অফ নিউজ রেজানুল হক রাজা, একাত্তর টিভির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, দেশ টিভির চিফ নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট, এশিয়ান টিভির হেড অফ নিউজ মানস ঘোষ।

এ ছাড়াও নিমন্ত্রণপত্র পেয়েছেন যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ, চ্যানেল নাইনের চেয়ারম্যান ও এমডি এনায়েতুর রহমান, নিউজ টোয়েন্টিফোরের চিফ নিউজ এডিটর রাহুল রাহা, ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম, বৈশাখী টিভির হেড অফ নিউজ অশোক চৌধুরী, বাংলা ট্রিবিউনের বার্তাপ্রধান মাসুদ কামাল, গ্লোবাল টিভির জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

গত ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি। সেসময় ২৩ সম্পাদকসহ ৩৪ সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। ২৩ সাংবাদিক সেসময় এ ডাকে সাড়া দিয়েছিলেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply