কুমিল্লা নাঙ্গলকোট প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে ষ্টেশনে প্রকাশ্য টিকিট কালোবাজারির সাথে জড়িত রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন।
যাত্রীদের সাথে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে বছরে লাখ লাখ টাকা। তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার অনিয়মের অভিযোগ করেন যাত্রীরা। জামাল হোসেন নাঙ্গলকোটের স্থানীয় হওয়ায় ভয়ে কেই মুখ খুলতে রাজি হননা তার বিরুদ্ধে।
শুধু জামাল হোসেনই নয় টিকিট কালোবাজারি চক্রের সাথে জড়িত রয়েছেন আরো বেশ কিছু রেল কর্মচারী। দয়াল মিয়া খোকন নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, আমি জামাল থেকে ৬ এপ্রিল, ২০২২ তারিখে নাঙ্গলকোট থেকে ঢাকা যাওয়ার জন্য চট্টলা এক্সপ্রেস এর অতিরিক্ত ১০০ দিয়ে টিকেট ক্রয় করি, টিকেটের গায়ে যদিও হাতের লেখা ২০০ টাকা ছিল, তিনি আমার কাছ থেকে ৩০০ টাকা নেয়। তাও আবার একই টিকেট একাধিক লোকের কাছে বিক্রয় করে।
বাড়তি টাকা দিয়েও আমাকে দাড়িয়ে যেতে হয়েছে। বহুদূরের পথ হওয়ায় দাড়াতে দাড়াতে আমি অসুস্থ হয়ে পড়ি। রেলওয়ে উচ্চ পদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ করেন এই ভুক্তভোগী।
এই বিষয়ে ষ্টেশন মাষ্টার জামাল হোসেন বলেন, আমি তাকে চিন্তে পারিনি, আমার ভুল হয়েছে ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।