অনলাইন ডেস্ক:
বৈশাখ মাস আসতে আর কয়েক দিন বাকি, কিন্তু এরই মধ্যে দেশের একাধিক স্থানে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। আজ সোমবারও বিভিন্ন জায়গায় ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সূত্র: আবহাওয়া অধিদপ্তর