Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
২১ এপ্রিল থেকে স্কুল-কলেজে ছুটি কার্যকর
--ফাইল ছবি

২১ এপ্রিল থেকে স্কুল-কলেজে ছুটি কার্যকর

অনলাইন ডেস্ক:

দেশের সকল স্কুল ও কলেজে আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল থেকে ছুটি কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া রমজান উপলক্ষে শুক্রবার ছাড়া এক দিন ছুটি বাড়িয়ে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার রাতে উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এই বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

এই আদেশ সংশোধন করে ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, রমজান মাসে বিশ্ববিদ্যালয়সমূহের স্ব স্ব কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply