অনলাইন ডেস্ক:
আসছে রোজায় কোন আদালতের বিচার ও দাপ্তরিক কাজ কতক্ষণ চলবে তা নির্ধারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের কর্মঘণ্টা উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার এসংক্রান্ত তিনটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রোজায় সর্বোচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগের বিচারকাজ আগের নিয়মেই রাখা হয়েছে। মানে সকাল ৯টায় বিচারকাজে বসবে আপিল বেঞ্চ।
দুই ঘণ্টা চলার পর ১১টায় আধাঘণ্টার বিরতি দিয়ে চলবে দুপুর ১টা-সোয়া ১টা পর্যন্ত। তবে পরিবর্তন আনা হয়েছে আপিল বিভাগের দাপ্তরিক কাজের কর্মঘণ্টায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোজায় সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটি বাদে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপিল বিভাগের দাপ্তরিক কাজ (অফিসের কার্যক্রম) শুরু হবে সকাল সাড়ে ৮টায়। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি দিয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত।
উচ্চ আদালত (হাইকোর্ট) সকাল সাড়ে ১০টায় বিচারকাজে বসবেন। সোয়া ১টা পর্যন্ত বিচারকাজ চালানোর পর ২টা পর্যন্ত পৌনে এক ঘণ্টা নামাজের বিরতি থাকবে।