অনলাইন ডেস্ক:
বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের ৫ম শীর্ষ সম্মেলন আজ বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দিয়েছেন।
আজ বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তাঁর স্বাগত বক্তব্য শেষে বিমসটেকভুক্ত সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যের মাধ্যমে বিমসটেক অঞ্চলে দারিদ্র, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত, কভিড-১৯ পরবর্তী করণীয় সম্পর্কে যৌথ কৌশল নির্ধারণ এবং আঞ্চলিক সন্ত্রাস ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনসহ অন্যান্য সমস্যাকে যৌথ সমস্যাবলী নিয়ে উপযুক্ত কৌশল অবলম্বনপূর্বক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এর মোকাবেলা করার আহ্বান জানাবেন।
এ সম্মেলনে তিনি বঙ্গোপসাগরীয় অঞ্চলের সামষ্টিক উন্নয়নের জন্য বিমসটেক প্রক্রিয়াকে আরো সক্রিয়করণের জন্য প্রয়োজনীয় সব আইনি কাঠামো এবং অন্যান্য আইনি দলিল দ্রুত সম্পন্ন ও কার্যকর করারও আহ্বান জানাবেন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন