ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ইভটিজিংয়ের ঘটনায় রাফি ভূঁইয়া হত্যাকান্ডে জড়িত প্রদীপকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রদীপ উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সিরাজুল ইসলাম জানান, প্রুযক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই লাপাং গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে হত্যার কান্ডের দ্বায় স্বীকার করেছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রদীপ নামের ইভটিজার ছুরিকাঘাতে রাফি ভূঁইয়াকে (১৯) হত্যা করে। স্থানীয় এক মেয়েকে ইভটিজিং এর প্রতিবাদ করায় একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে প্রদীপ (২০), স্বপন মিয়ার ছেলে রাফি (২১) ও হুরণ মিয়ার ছেলে শিমুল (২০) রাফির প্রতি ক্ষুব্ধ হয় এবং প্রদীপ ছুরিকাঘাত করে রাফিকে হত্যা করে।