Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রমজানে খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
--ফাইল ছবি

রমজানে খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক:

পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কভিডকালীন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ঘাটতি পুষিয়ে নিতে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান চলবে।

গতকাল সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের জন্য এই নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়কে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, ২০ রমজান পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ১৯ মার্চ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। সেই হিসাবে ২২ অথবা ২৩ রমজান পর্যন্ত স্কুল-কলেজে শিক্ষা কার্যক্রম চলবে।

About Syed Enamul Huq

Leave a Reply