ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে অনুষ্ঠিত ডিসপ্লেতে প্রথম স্থান এবং কুচকাওয়াজ’এ দ্বিতীয় স্থান অধিকার করেছে সরকারি শিশু পরিবার বালিকা ময়মনসিংহ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা। সরকারি শিশু পরিবার বালিকা ময়মনসিংহের সাফল্যে মেয়েরা খুবই খুশি। জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ বলেন, পিতা-মাতার সুবিধাবঞ্চিত শিশুদেরকে স্নেহ-মমতা দিয়ে সরকারি শিশু পরিবারে লালন-পালন করা হচ্ছে। তাঁদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে টীম ওয়ার্ক’এর মাধ্যমে এখানে কাজ করা হয়। তাদের লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুশীলনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে বিভিন্ন প্রতিযোগিতায় তারা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে। উপপরিচালক আরো বলেন, এ প্রতিষ্ঠানটিকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠাকল্পে শিশুদের গড়ে তোলা হচ্ছে। শিশু পরিবার বালিকার উপতত্ত্বাবধায়ক মোসাঃ নাজনীন নাহার শিশুদের সাফল্যে উচ্ছাস প্রকাশ করেন এবং এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।