অনলাইন ডেস্ক:
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে ভারত ব্যতিক্রম।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরেও নয়াদিল্লির নড়বড়ে অবস্থানের কারণে বাইডেন এ কথা বলেছেন।
গতকাল সোমবার ওয়াশিংটনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার সময় জো বাইডেন ভারতের ব্যাপারে মন্তব্যটি করেন।
অবশ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সামরিক জোট ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রধান এশীয় অংশীদারসহ মার্কিন নেতৃত্বাধীন জোটের ঐক্যবদ্ধতার প্রশংসা করেছেন বাইডেন।
এনডিটিভি জানিয়েছে, চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত কোয়াড জোট নিয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেছেন, কোয়াড জোটভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র ভারতই ইউক্রেনের যুদ্ধ নিয়ে জোরালো অবস্থান নিতে পারেনি। কিন্তু জাপান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই কথা বলা যায়।
সূত্র : এনডিটিভি।