উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ ও ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র পৃথক অভিযানে অস্ত্র,বিদেশী বিয়ার ও ইয়াবা নিয়ে এক নারীসহ ৩ জন আটক হয়েছে।
২৬ ফেব্রুয়ারী সকালে এপিবিএন সুত্র জানায়,উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ওয়েস্ট’র এফ ব্লক হতে ১৪ এপিবিএন’র লম্বাশিয়া ক্যাম্প পুলিশের একটি দল রাত দেড়টার দিকে রোহিঙ্গা দুষ্কৃতকারী একরাম(৩২) কে আটক করে।এসময় তার হেফাজত থেকে দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তাকে উখিয়া থানায় সোপর্দ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।একই দিন ভোর পৌনে ৬টায় ১৪এপিবিএন’র বালুর মাঠ ক্যাম্প পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ২৩০ মিনিক্যান বিদেশী বিয়ারসহ ছফুরা খাতুন(৩৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে।ধৃত নারী ক্যাম্প-৭’র ব্লক-এ-১’র মোঃসলিম উল্লাহর স্ত্রী।তার এফসিএন নং-১২১৫৫৫,সাবমাঝি- জকির আহম্মেদ,
হেডমাঝি-মোঃ জাফর আলম।গোপন সংবাদের ভিত্তিতে ধৃত নারীর বসতঘরে তল্লাশী চালিয়ে ২৩০ মিনিক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।এ সংক্রান্তে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু পূর্বক ধৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে, জানালেন ১৪ এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।
অপরদিকে ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র তাজনিমারখোলা ক্যাম্প পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ রফিক(১৬) নামের এক মাদক কারবারি রোহিঙ্গা কে আটক করা হয়।সে ক্যাম্প-১৩’র ব্লক-ডি-২’র মৃত সালাম ও নুরজাহান দম্পতির ছেলে।তার এফসিএন নং-২১১৬২৫।গোপন সংবাদের ভিত্তিতে তার বসতঘর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ সংক্রান্তে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে,
জানালেন ৮ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার
(মিডিয়া) মোঃ কামরান হোসে