উখিয়া প্রতিনিধি:
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতি উখিয়ার উপশাখা বৃহত্তর পালংখালী বাজার ও থাইংখালী বাজার পৃথক কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ১৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় পালংখালীস্থ তাজমান হাসপাতালের হলকক্ষে কমিটি অনুমোদন ও হস্তান্তর পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে উখিয়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতির আহবায়ক ফরিদ আহমদ,সদস্য সচিব সাইফুল ইসলাম কাদের,সাবেক সভাপতি এনামুল হক,বৃহত্তর কুতুপালং বাজার কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতির সভাপতি ইকবাল হোসেন,বালুখালী কমিটির উপদেষ্টা ফরিদুল আলম,পালংখালী ও থাইংখালীর মাহবুবুর রহমান, জিয়াউল হক,শফিকুল আলম,জাহাঙ্গীর আলম,আব্দুল মান্নান,এম.হোসাইন গাজী,দীপক চন্দ্র,মোঃ শাহজাহান,আবদুর রহিম,হুমায়ুন কবির,মোঃ আলী,কার্তিক চন্দ্র দাশ, লুৎফুর রহমান,মাহমুদ,ফোরকান মিয়া,গিয়াস উদ্দিন, মোস্তফা,এনামুল হক,মোঃ মোজাহিদ রায়হান ও রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা বলেছেন,পেশাদার ফার্মাসিস্টদের স্বার্থ সংরক্ষণে সরকারের ঔষুধ শিল্পের নীতিমালা অনুসরণ করতে হবে।বৈধভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ভুমিকা রাখতে হবে।এ ক্ষেত্রে সংগঠনের অগ্রগতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
আলোচনা সভা পরবর্তী পালংখালী বাজার ও থাইংখালী
বাজার কমিটির পৃথক অনুমোদনপত্র হস্তান্তর করা হয়।
১১ সদস্য বিশিষ্ট পালংখালী বাজার কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন,সভাপতি আবু মোহাম্মদ মোজাহিদ রায়হান(তাজমান ফার্মেসী),সহসভাপতি মোঃ নুরী(নুরী মেডিকো),সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন (এসআর মেডিকো), সহসাধারণ সম্পাদক লুৎফুর রহমান(লুৎফুর মেডিকো), কোষাধ্যক্ষ সবুজ চন্দ্র নাথ(মেডিসিন কনসার্ন),সাংগঠনিক সম্পাদক এনামুল হক(ইমন মেডিকেল হল),প্রচার সম্পাদক মোঃ মোস্তফা( সেনোয়ারা মেডিকেল হল),কার্যকরী সদস্যরা হলো, ফোরকান মিয়া(রহিমা মেডিকেল হল) ইমন চক্রবর্তী( মেসার্স কার্তিক সেবা ঘর),রেজাউল করিম(জেনারেল ফার্মেসী) ও মোঃ ইসমাঈল(নুর মেডিকো) প্রমুখ।
উপদেষ্টারা হলেন,হাফেজ তৈয়ব(শাহীন মেডিকেল হল),আবু ফায়সাল মোঃশাহীন(ফায়সাল ফার্মেসী),সুকান্ত বাবুল নয়ন(স্মৃতি মেডিকো) সহ ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
১১সদস্য বিশিষ্ট থাইংখালী বাজার কমিটির
দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি আবদুল কাদের,(রাবেয়া
মেডিকেল হল),সহসভাপতি হুমায়ুন কবির,(হুমাইরা ফার্মেসী),সাধারণ সম্পাদক এম.হোসাইন গাজী(মেসার্স সেবা ফার্মেসী),সহসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান(আছিয়া মেডিকো)সাংগঠনিক সম্পাদক
জিয়াউল হক(জোবাইদা ফার্মেসী),কোষাধ্যক্ষ
শফিকুল আলন(জননী মেডিসিন কর্ণার)
প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম(মারুফ মেডিকো),
ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাতুল ইসলাম(আফসানা ফার্মেসী) কার্যকরী সদস্য যথাক্রমে আলী আশকর(সেবা ফার্মেসী),সিরাজুল কাদের(মেসার্স সামিয়া-ফাতেমা ফার্মেসী) ও আবদুল মান্নান(বি-বাহার মেডিকো)।
৭ সদস্যের উপদেষ্টারা হলোআবদুর রহিম(শহীদ মেডিকো),কামাল উদ্দিন( ওসমান মেডিকো),টিটু শর্মা(খুকি ফার্মেসী),দীপক চন্দ্র(মোহসেন আউলিয়া ড্রাগ হাউস),কার্তৃক চন্দ্র(টিএস মেডিকেল হল), শাহজাহান(এসআর মেডিকো) ও মোঃ আলী(নুর মেডিকো) প্রমুখ।