স্টাফ রিপোটার:
গত ১৩ ই ফেব্রুয়ারি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে মিজানুর রহমান আহ্বায়ক ও রাজু সদস্য সচিবের নেতৃত্বে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শাজাহান খান এমপি উপস্থিতিতে পুস্পমাল্য অর্পণ ও এক রেলি বের করা হয়। বিকাল স্বাধীনতা হলে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাজাহান খান এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হেলাল মোর্শেদ খান বীর বিক্রম যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জনাব মিজানুর রহমান। প্রধান অতিথি জনাব শাজাহান খান এমপি বলেন মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের কে নিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন করতে হবে। এই সংগঠনের মধ্যে অনেক হাইবৃদ ঢুকেছে তাদের চিহ্নিত করে সংগঠন থেকে বের করে দিতে হবে এবং আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করতে হবে এবং আগামীতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।