উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতি উখিয়ার উপশাখা বৃহত্তর কুতুপালং বাজার কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ৭ ফেব্রুয়ারী সকাল ১১ টায় কুতুপালংস্থ ঢাকা রেস্তোরাঁয় কমিটি অনুমোদন ও হস্তান্তর পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উখিয়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতির আহবায়ক ফরিদ আহমদ, সদস্য সচিব সাইফুল ইসলাম কাদের,সাবেক সভাপতি এনামুল হক,উপজেলার সিনিয়র নেতা জহির আহমদ,
ডাঃআবদুল মজিদ,ইকবাল হোসেন, মোঃ কামাল উদ্দিন,মাহমদুল হক,মনজুর আলম,আবদুল কাদের, জয়নাল উদ্দিন রানা,শ্রী অভিজিৎ বিশ্বাস, রিপন বড়ুয়া,আলহাজ্ব শামসুল আলম,সাইফুল ইসলাম,ভুলু চরণ বড়ুয়া, আবসার উদ্দিন ও মোঃরাসেল প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা বলেছেন,পেশাদার ফার্মাসিস্টদের স্বার্থ সংরক্ষণে সরকারের ঔষুধ শিল্পের নীতিমালা অনুসরণ করতে হবে।বৈধভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ভুমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সংগঠনের অগ্রগতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
আলোচনা সভা পরবর্তী ১১ সদস্য বিশিষ্ট কুতুপালং বাজার কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করা হয়।নতুন কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন,সভাপতি মোঃইকবাল হোসেন (তাসনিয়া,মেডিকো),সিনিয়র সহসভাপতি জহির আহমদ( জহির ফার্মেসী),সহসভাপতি মিজানুর রহমান(কেয়ার মেডিসিন হাউস),সাধারণ সম্পাদক আবসার উদ্দিন(আল রাইয়ান মেডিকেল হল)
সহসাধারণ সম্পাদক মাহমদুল হক(হক ফার্মেসী)অর্থ সম্পাদক মোঃরাসেল(শাহিন মেডিকেল হল)সহ-অর্থ সম্পাদক মোঃ রানা(রানা মেডিকেল হল),কার্যকরী সদস্য যথাক্রমে শ্রী অভিজিৎ বিশ্বাস(এসকে মেডিকো),মোঃ শাহ আলম(ফ্যামেলি ফার্মেসী),আহমদ কবির(কবির মেডিকো) ও মনসুর আলম(নীলিমা মেডিকেল হল)প্রমুখ।
৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
উপদেষ্টারা হলেন,আবদুল মজিদ(তামিমা মেডিকো),
বোরহান উদ্দিন(বোরহান মেডিকেল হল),
ভুলু চরণ বড়ুয়া(মুমিতা মেডিকেল হল)গোলাম আকবর(আকবর ফার্মেসী) ও রিপন বড়ুয়া(পিকে মেডিকেল হল)।