Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘নিষেধাজ্ঞা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, র‌্যাবের কয়েকজনের বিরুদ্ধে’
--সংগৃহীত ছবি

‘নিষেধাজ্ঞা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, র‌্যাবের কয়েকজনের বিরুদ্ধে’

অনলাইন ডেস্ক:

মার্কিন কংগ্রেসম্যান এবং পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডাব্লিউ মিকস বলেছেন, ‘আরোপিত নিষেধাজ্ঞা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, শুধু র‌্যাবের কয়েকজনের বিরুদ্ধে। ’ গতকাল ৩১ জানুয়ারি নিউইয়র্কের কুইন্সে অবস্থিত আটলান্টিক ডাইনার রেস্টুরেন্টে ‘সামাজিক মতবিনিময়’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় গ্রেগরি ডাব্লিউ মিকস কমিউনিটি নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং তার ১১ মিনিটের বক্তব্যে বাংলাদেশ সম্পর্কে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন। গত এক দশকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসাও করেন তিনি।

২০২২ সালের মাঝামাঝি সময়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন গ্রেগরি ডাব্লিউ মিকস। তিনি জানান, নিষেধাজ্ঞার ব্যাপারে তারা দ্বি-পাক্ষিক আলোচনায় আগ্রহী। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতৃত্ব দিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply